কানাডায় পড়াশোনা শেষ করার পর পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পার্মিট সংক্রান্ত কিছু নিয়মের পরিবর্তন হয়েছে। এর আগে একটা পোস্টে জানিয়েছিলাম নভেম্বর মাস থেকে ওয়ার্ক পার্মিট পেতে ভাষাগত দক্ষতার প্রমান দিয়ে হবে। আপনি যদি কোন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পিএইচডি বা আন্ডারগ্রাজুয়েট শেষ করে থাকেন তাহলে সাবজেক্ট স্পেসিফিক কোন রিকোয়ারমেন্ট নাই। যে কোন সাব্জেক্ট থেকে পাশ করে ওয়ার্ক পার্মিট পাবেন। তবে ডিপ্লোমা পাশ স্টুডেন্ট রা নিদৃষ্ট কিছু সাব্জেক্ট থেকে পড়াশোনা করলেই শুধুমাত্র ওয়ার্ক পার্মিট পাবেন। এই ব্যাপারে বিস্তারিত এই পেজে https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/study-canada/work/after-graduation/eligibility/study-requirements.html#gc-document-nav লিখা আছে। মাথা ঠান্ডা করে পড়বেন। আমাকে প্যানিক ইমেইল করে আসলে কোন উপকার নাই। আমি এইসব নিয়ম বানাই না। 🥲
Share this post
Eligibility requirements for post graduate…
Share this post
কানাডায় পড়াশোনা শেষ করার পর পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পার্মিট সংক্রান্ত কিছু নিয়মের পরিবর্তন হয়েছে। এর আগে একটা পোস্টে জানিয়েছিলাম নভেম্বর মাস থেকে ওয়ার্ক পার্মিট পেতে ভাষাগত দক্ষতার প্রমান দিয়ে হবে। আপনি যদি কোন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পিএইচডি বা আন্ডারগ্রাজুয়েট শেষ করে থাকেন তাহলে সাবজেক্ট স্পেসিফিক কোন রিকোয়ারমেন্ট নাই। যে কোন সাব্জেক্ট থেকে পাশ করে ওয়ার্ক পার্মিট পাবেন। তবে ডিপ্লোমা পাশ স্টুডেন্ট রা নিদৃষ্ট কিছু সাব্জেক্ট থেকে পড়াশোনা করলেই শুধুমাত্র ওয়ার্ক পার্মিট পাবেন। এই ব্যাপারে বিস্তারিত এই পেজে https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/study-canada/work/after-graduation/eligibility/study-requirements.html#gc-document-nav লিখা আছে। মাথা ঠান্ডা করে পড়বেন। আমাকে প্যানিক ইমেইল করে আসলে কোন উপকার নাই। আমি এইসব নিয়ম বানাই না। 🥲