বাংলাদেশের প্রায় চৌদ্দ হাজার শিক্ষার্থীর ইমেইল এড্রেস আমার কাছে আছে। এটা আমি আমার জীবনের পরম সৌভাগ্য মনে করি। আজ কোন রকম উচ্চ শিক্ষা প্রমট করার উদ্দেশ্যে ইমেইল লিখছিনা। সাধারণ শিক্ষার্থীদের দাবীর সাথে একাত্বতা ঘোষণা করাই আজকের ইমেইলের উদ্দেশ্য। যারা আজ সক্রিয় আন্দোলনে অংশগ্রহণ করছেন তাদের নিয়ে আমরা গর্বিত । অনেক দোয়া আর শুভকামনা । আর যারা সক্রিয় ভাবে থাকতে পারছেন না তারা অন্তত মৌন সমর্থনটুকু যুগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সরকার পক্ষের লেলিয়ে দেয়া দস্যুতার চরম নিন্দা জানাচ্ছি । দোয়া করি আপনাদের জানমালের কোন ক্ষয় ক্ষতি না হোক। ২০১৮ সালে আমরা যে প্রতিবাদ শুরু করেছিলাম আপনাদের হাত ধরে তা সফল হোক এই শুভকামনায়।
2018 তেও বন্ধু ,ছোট ভাইদের মার খেতে দেখেছি ,দেখেছি খেয়ে না খেয়ে সবার দিন রাত করার কষ্ট।হয়ত আজ দেশে থাকলে ওদের সাথে থাকতাম,কিন্তু পারছি না ।কিন্তু মন থেকে সবসময় পাশে আছি।সবার উচিত সব অন্যায়ের বিরুদ্ধে কথা বলা।রুখে দারানো।
Can you ask bangladeshi student who are studying outside to raise voice against crackdown on general students? Hope this will get global attention and stop escalating violence
Thank you Aupe
2018 তেও বন্ধু ,ছোট ভাইদের মার খেতে দেখেছি ,দেখেছি খেয়ে না খেয়ে সবার দিন রাত করার কষ্ট।হয়ত আজ দেশে থাকলে ওদের সাথে থাকতাম,কিন্তু পারছি না ।কিন্তু মন থেকে সবসময় পাশে আছি।সবার উচিত সব অন্যায়ের বিরুদ্ধে কথা বলা।রুখে দারানো।
Thank you apu.
thanks a lot apu. great initiative.
apni kindly jodi internation media gulote inform koren desher current situation niye tahole onek valo hoy.
Can you ask bangladeshi student who are studying outside to raise voice against crackdown on general students? Hope this will get global attention and stop escalating violence
✊✊
😭❤️🇧🇩